শরীয়তপুর টাইমস ডেস্কঃ
ইউরোপের দেশ গ্রীসে বসবাসরত শরীয়তপুরের প্রবাসীদের ঐক্য ও সহযোগিতার লক্ষ্যে গঠিত শরীয়তপুর সমাজ কল্যাণ সমিতি গ্রীসের নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি গ্রীসের এবিসি হোটেল আখারনুনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সমাজসেবামূলক কার্যক্রম ও প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় শরীয়তপুর সমাজ কল্যাণ সমিতি গ্রীসের প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, মোঃ আলমগীর হোসেন, মোহাম্মদ আলি লিটন, মোঃ নরুল আমিন দেওয়ান ও মোঃ আলমাস মুন্সি এবং সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর তালুকদার, সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলমাস মুন্সী বউপস্থিত ছিলেন।
এ সময় নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি, মোঃ ফরহাদ মুন্সী ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান (রনি) সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শরীয়তপুর সমাজ কল্যাণ সমিতি গ্রীসের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান (রনি) বলেন, এটি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের একতার প্রতীক, আমাদের সহযোগিতার হাত। আমরা যারা প্রবাসে বসবাস করছি, আমাদের প্রধান দায়িত্ব একে অপরের পাশে থাকা, একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শরীয়তপুর জেলা থেকে আসা প্রবাসীদের কল্যাণে কাজ করাই আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য। আমি সবাইকে আহ্বান জানাই, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাই। একতা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমেই আমরা গ্রীসে আমাদের শরীয়তপুরের প্রবাসীদের জন্য একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে পারবো। আমাদের পথচলায় সবাইকে সঙ্গে থাকার আহ্বান জানাই। আল্লাহ আমাদের সহায় হোন।
এরপরে শরীয়তপুর সমাজ কল্যাণ সমিতি গ্রীসের সভাপতি মোঃ হাফিজুর রহমান খান বলেন, আমাদের এই সংগঠন প্রবাসে থাকা শরীয়তপুরবাসীর জন্য একটি শক্তিশালী বন্ধনের প্রতীক। আমরা সবাই ভিনদেশে থেকেও একে অপরের পাশে দাঁড়ানোর শপথ নিয়েছি। ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে এবং সমাজসেবামূলক কাজে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
পরে পরিচিতি সভায় উপদেষ্টাবৃন্দ নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাদের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।