শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষকের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১০টার থেকে দুপুর ১২ টা পর্যন্ত মহিষার দিগম্বরী স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
আটককৃত শিক্ষকরা হলো মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এইচ এম শাহ আলম, উপজেলা সদরের ইউনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন ও তপু রায়হান। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করে সকালে আদালতে পাঠানো হয়েছে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, তাদের শিক্ষককে ষড়যন্ত্র মুলক মিথ্যা চাঁদাবাজি মামলায় জড়িয়ে জেলে পাঠিয়েছে। স্যার ওই প্রতিষ্ঠানের মালিক । তাদের অধিকার বঞ্চিত করার জন্য একটি নাটক করা হয়েছে। আমরা আমাদের স্যারদের নিঃশর্ত মুক্তি চাই। মুক্তি না দিলে আমরা থানার মধ্যে অনশন করবো। এর আগে শিক্ষার্থীরা ভেদরগঞ্জ উপজেলার সামনের শরীয়তপুর-চাঁদপুর সড়ক অবরোধ করে। স্থানীয় ছাত্র সমন্বয়কদের অনুরোধে তারা অবরোধ তুলে নিয়ে থানার সামনে চলে যান।
এবিষয়ে ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সেলিম আহম্মেদ পারভেজ জানান, শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরী (পি.এস.পি) হাই স্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে ৩ শিক্ষককে আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।