শরীয়তপুর টাইমস ডেস্ক:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি বিদ্যালয়ের বারান্দা থেকে কম্বলে মোড়ানো অবস্থায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে পালেরচর ইউনিয়নের পালেরচর হাট ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে খেলতে আসে কয়েকজন শিশু। তারা কম্বলে মোড়ানো এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে, কিন্তু ঘুমিয়ে আছে ভেবে বিষয়টি গুরুত্ব দেয়নি।
তবে বিকেলে আবার যখন তারা স্কুলের মাঠে আসে, তখন একই ব্যক্তিকে একই অবস্থায় দেখতে পেয়ে তারা কাছে যায় এবং রক্তের দাগ দেখতে পায়। পরে বিষয়টি তারা স্থানীয়দের জানায়।
এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন বলেন, আমাদের বিদ্যালয়টি গত ২৬ ফেব্রুয়ারি হতে বন্ধ রয়েছে। আজকে আসরের নামাজের সময় খবর আসে আপনার বিদ্যালয়ের বারান্দায় একটি লাশ পাওয়া গেছে। এরপর এখানে এসে দেখলাম কেউ তাকে মেরে ফেলেছে। কেননা অজ্ঞাত লোকটির মাথার কাছেই কয়েকটি ইটের টুকরো দেখতে পেয়েছি।
কথা হয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনু খায়ের সাথে। তিনি বলেন, মরদেহটি অন্য কোনো জেলার লোকের হবে। আমাদের এখানে অনেক শ্রমিক কাজ করতে আসে অন্য জেলা থেকে। দেখা যায় কাজকর্ম না পাইলে রাতে স্কুলের বারান্দায় ও পালেরচর বাজারে থাকে।
এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জাজিরা থানায় নিয়ে আসে। মরদেহটির পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি আলামত সংগ্রহ করেছে । এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।