সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

সখিপুরে কিরণ কন্যার ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনে সেবা পেলেন এক হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক, সখিপুর
ডিসেম্বর ৫, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখিপুরে সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবাকে সহজলভ্য করতে দিনব্যাপী বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থীর উদ্যোগে কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।

বিএনপি প্রার্থীর কন্যা ডা. সাফা শারারা রহমান জানান, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিকস, গাইনী ও শিশুরোগ—মোট ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করছেন। শুধু চিকিৎসাই নয়, বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেও জনগণের সঙ্গে সরাসরি কথা বলছেন তারা।

তিনি আরও জানান, এই মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আগামী দিনেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষক হাসান সিকদার বলেন, হাসপাতালে যেতে হলে অনেক সময় লাগে, আবার ভিড়ও বেশি। এখানে বিনা খরচে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারছি এটা আমাদের মতো গরিব মানুষের জন্য বড় সহায়তা।

চিকিৎসা নিতে আসা ফিরোজা বেগম বলেন, গাইনী চিকিৎসক পাওয়া এখানে খুব কঠিন। আজ দেখে আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট বুঝিয়ে দেওয়ায় অনেক স্বস্তি পেলাম। এ ধরনের ক্যাম্প নিয়মিত হলে আমরা উপকৃত হবো।

চিকিৎসা নিতে আসা নাছির আহমেদ বলেন, এখানে অনেক ভালো চিকিৎসা সেবা পেয়েছি। ডাক্তাররা খুব ভালো ব্যবহার করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। ’

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ক্যাম্পটি ঘিরে সার্বিক সহযোগিতা করেন। দিনব্যাপী উৎসব-মুখর পরিবেশে ক্যাম্পে রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো—যা স্বাস্থ্যসেবায় জনগণের আগ্রহ ও প্রয়োজনীয়তার স্পষ্ট প্রতিফলন।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2025 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্