শরীয়তপুরের জাজিরায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আঃ জলিল মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিক ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংলাদেশ সেন্ট্রাল হিউম্যান রাইটস্ এর কেন্দ্রীয় কমিটির উপপরিচালক মুহাঃ ওসমান গণি আকন। এতে প্রধান আলোচক হিসেব উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির (দক্ষিণ বঙ্গ) সভাপতি মোঃ মঞ্জুরুল আলম (বাবুল মুন্সী)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আঞ্চলিক কমিটির (দক্ষিণ বঙ্গ) সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া (আনসার তায়ানী), মাদারীপুর জেলা কমিটির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেল, ফরিদপুর জেলার সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান সাজিদ, রাজবাড়ী জেলার সভাপতি মোঃ আলমাছ বেপারী, সরকারি বরহামগঞ্জ কলেজ অধ্যাপক (অব.) মোঃ হান্নান খাঁন, মোঃ সোবাহান মুন্সীসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং মানবাধিকার রক্ষায় সংগঠনের ভুমিকা, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে মানবাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে আওয়াজ তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। তারা আইনশৃঙ্খলা, নারী ও শিশু অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সচেতনতা তৈরিতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন ও সংগঠনের কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করা হয়।
