শরীয়তপুরে রিভলবারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এঘটনায় মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় একটি লিখিত প্রেজ রিলিজ দেয় জেলা পুলিশ। এরআগে সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের সময় শরীয়তপুর পৌরসভার পূর্ব কাশাভোগ এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটক উজ্জল খান(৩৫) ডামুড্যা উপজেলার প্রিয়কাঠি এলাকার আব্দুল খানের ছেলে ও সুমন হাওলাদার(৪১) দশমনতারা এলাকার মৃত আব্দুল হাই হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে পৌরসভার পূর্ব কাশাভোগ এলাকার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পিছনের পাকা রাস্তায় একটি যৌথ চেকপোস্ট পরিচালিত হয়। চেকপোস্ট চলাকালীন সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলসহ দুইজনকে তল্লাশি করা হয়। তল্লাশীর সময় মোটরসাইকেলে থাকা উজ্জল খানের প্যান্টের কোমর থেকে একটি ৩২ বোর রিভলবার(৬ চেম্বার বিশিষ্ট) উদ্ধার করা হয়। এসময় রিভলবারসহ যুবক উজ্জল ও সুমনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সোমবার রাতে পালং মডেল থানার এসআই কাজী একে আজাদ মৃত্যুঞ্জয় কুমার কির্ত্তনীয়া, আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির এএসআই সাজ্জাদ হোসেন, জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এসআই জাহিদুল ইসলামসহ আমরা পূর্ব কাশাভোগ এলাকায় চেকপোস্ট বসালে সেখান থেকে রিভলবারসহ যুবক উজ্জল ও সুমনকে আটক করা হয়। এঘটনায় মঙ্গলবার সকালে একটি মামলা হয়েছে। পরে আসামীদের শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে।
