শরীয়তপুরের জাজিরায় আলোচিত নাওডোবা সংঘর্ষ মামলার এজাহারভুক্ত আসামি মো. লিটন দড়িকে অবশেষে গ্রেফতার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ১০টার দিকে আল জাবের হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এর আগে গত বছরের ১৭ জুলাই উপজেলার নাওডোবা ইউনিয়নের পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হন।
সংঘর্ষের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থানায় মামলা দায়ের হয়। সেই মামলার অন্যতম আসামি ছিলেন মো. লিটন দড়ি। অবশেষে এক বছরেরও বেশি সময় পর তাকে আটক করতে সক্ষম হলো পুলিশ।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহম্মেদ সেলিম বলেন—“নাওডোবা সংঘর্ষ মামলার আসামি মো. লিটন দড়িকে আমরা গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”