শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন জাজিরার মোহাম্মদ মাইনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম পেলেন গৌরবময় স্বীকৃতি। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তিনি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক এ ঘোষণা দেন। 

পুলিশ সুত্রে জানা যায়, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সেবামুখী প্রশাসন গড়ে তোলা, সাধারণ মানুষের আস্থা অর্জন এবং থানার সার্বিক কার্যক্রমে বিশেষ অবদানের কারণেই এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

ওসি মাইনুল ইসলামের যোগদানের পর গত পাঁচ বছরের মধ্যে জাজিরা থানায় এসেছে রেকর্ড সাফল্য। ২০২৫ সালের ৪ জুন থেকে ২৩ আগস্ট পর্যন্ত মাত্র ৭৯ কার্যদিবসে পুলিশ গ্রেফতার করে মোট ২৬৩ জন আসামি। 

এর মধ্যে রাজনৈতিক নেতা-কর্মীও রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যায়। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী গ্রেফতার ৬২ জন (সভাপতি ৪, সহ-সভাপতি ১৯, সাধারণ সম্পাদক ৫, সহ-সম্পাদক ৩১ ও অন্যান্য), হত্যা মামলার আসামি ২৪ জন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ৩৫ জন, মাদক মামলার আসামি ৪৪ জন, নিয়মিত মামলার আসামি ২২ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ৬৭ জন (এর মধ্যে আওয়ামী লীগ নেতা ৩৯ জন), কিশোর গ্যাংয়ের সদস্য ১৬ জন। সব মিলিয়ে গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগ নেতা-কর্মী ছিলেন মোট ১০১ জন। এছাড়াও মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৪০১ পিস ইয়াবা, ৫৯০ গ্রাম গাঁজা এবং হেরোইন। দীর্ঘদিনের রেকর্ড ভেঙে এটি ছিল গত পাঁচ বছরের মধ্যে জাজিরা থানার সর্বোচ্চ অর্জন।  

জানা যায়, মোহাম্মদ মাইনুল ইসলাম ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগ দেন। কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে তিনি অফিসার ইনচার্জ পদে পদোন্নতি পান। এরপর দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালনের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি)-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাজিরা থানায় যোগদানের আগে তিনি ঢাকার যাত্রাবাড়ী থানার ওসি ছিলেন।

মাইনুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে জাজিরা থানায় এসেছে নতুন গতি। তিনি মাদক নির্মূল, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং থানাকে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা , কিশোর গ্যাংয়ের হাতে থাকা নম্বরবিহীন মোটরবাইক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা, পদ্মার বিচ্ছিন্ন কুন্ডেরচরে নৌ টহল চালু করে চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আনা সহ বিলাসপুরে আলোচিত বোমাবাজি ও সংঘর্ষও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয়রা বলছেন এ অর্জন শুধু একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত সম্মাননা নয়, বরং পুরো শরীয়তপুর জেলার গৌরব। ওসি মাইনুল ইসলামের নেতৃত্বে জাজিরা থানার পুলিশ প্রশাসন আজ দেশের অন্যান্য থানার জন্য হয়ে উঠেছে এক অনুকরণীয় উদাহরণ।

শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ার এই অর্জন জাজিরাবাসীকে উৎসর্গ করে ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম শরীয়তপুর টাইমসকে বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, বরং জাজিরা থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সাফল্য। প্রিয় জাজিরাবাসী, আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও আস্থার কারণেই আমি ঢাকা রেঞ্জের ১৩ জেলা ও ৯৮টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছি। এই অর্জন আপনাদের প্রতিই উৎসর্গ করলাম।”

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2025 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্