বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

ঢাকা বিভাগে থাকার দাবিতে শরীয়তপুরবাসীর বিক্ষোভ-স্মারকলিপি প্রদান, ৭২ ঘন্টার আল্টিমেটাম

জিহাদ হাসান
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার দুপুরে ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ঢাকা-শরীয়তপুর সড়কে বসে পড়ে, এতে যানজটের সৃষ্টি হয়। পরে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

এ কর্মসূচিতে জেলা ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আইনজীবী ও শিক্ষক-শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেন।

সরকার সম্প্রতি কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সেই পরিকল্পনায় ফরিদপুর বিভাগের সঙ্গে শরীয়তপুরকে যুক্ত করার প্রস্তাব রাখা হয়, যার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।

আন্দোলনকারীরা জানান, জন্মলগ্ন থেকেই শরীয়তপুর ঢাকার সঙ্গে সম্পৃক্ত। তারা ফরিদপুর বিভাগে যুক্ত হতে চান না। দাবি মানা না হলে পদ্মাসেতু অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, “আমরা ফরিদপুর বিভাগ চাই না, ঢাকা বিভাগেই থাকতে চাই।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির অভিযোগ করেন, ফরিদপুর ও গোপালগঞ্জকে কেন্দ্র করে আঞ্চলিক দপ্তরগুলো গড়ে তোলার কারণে শরীয়তপুরের অবকাঠামো উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।

গণ অধিকার পরিষদের নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বলেন, “শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব ৭৫ কিলোমিটার, আর ফরিদপুরের দূরত্ব ৯২ কিলোমিটার। তাই আমরা ঢাকাতেই থাকতে চাই।”

আন্দোলনকারী আমিনুল ইসলাম সেন্টু বলেন, “ফরিদপুর বিভাগের সঙ্গে শরীয়তপুরকে জোড়াতালি দেওয়ার চেষ্টা আমরা কখনো মেনে নেব না।”

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2025 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্