জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন শরীয়তপুরের সন্তান আব্দুর রশিদ জিতু। তাঁর এই বিজয়ে জেলার মানুষ গর্বিত ও আনন্দিত।
আব্দুর রশিদ জিতু দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের জাবি শাখার নেতৃত্ব দিয়েছেন। তবে এনসিপির চাঁদাবাজি ও নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি সংগঠনটি থেকে নিজেকে আলাদা করেন।
এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জিতু। ছাত্রসমাজের আস্থা ও সমর্থনে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ নেতৃত্বের আসনে আসীন হন।
শরীয়তপুরের মানুষ জিতুর এই বিজয়কে একটি বড় অর্জন হিসেবে দেখছেন। তাঁরা বিশ্বাস করেন, জিতু শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে এবং ক্যাম্পাসে একটি স্বচ্ছ, গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।