বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

শরীয়তপুরের জাজিরায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের জাজিরা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুস সালামের নেতৃত্বে ও উপ-পরিদর্শক মালমগীর এবং রামকৃষ্ণ দাসের তৎপরতায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ চান মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার ডুবিসায়বর কাজিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত চান মিয়া মৃত ইসমাইলের ছেলে এবং দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, চান মিয়ার বিরুদ্ধে আগেও মাদক বেচাকেনার অভিযোগ ছিল। তবে দীর্ঘদিন ধরে আইনের চোখে ফাঁকি দিয়ে তিনি থেকে যাচ্ছিলেন ধরা-ছোঁয়ার বাইরে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সাধারণ মানুষ।

পুলিশ বলছে, জাজিরা উপজেলায় মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে এবং অন্য যারা এই চক্রের সঙ্গে জড়িত আছে তাদেরও শিগগির আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন,
“মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে চান মিয়াকে গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2025 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্