শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ খেলাফত মজলিসের নাওডোবা ইউনিয়ন শাখার আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১০ সেপ্টেম্বর ) বিকালে উপজেলার নাওডোবা বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নাওডোবা ইউনিয়ন শাখা সভাপতি মুফতী সোহাইল বেপারী সভাপতিত্বে ও জনসভা বাস্তবায়ন কমিটি সদস্য সচিব মাওলানা জিহাদুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানী,সাধারণ সম্পাদক হাফেজ শেখ দবির হীসেন, জাজিরা উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান মল্লিক, মাও. আবু বকর সিদ্দিক ফরিদী, মাওলানা আতাউর রহমান, মাওলানা মঈনুল করীম সহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।