শরীয়তপুরের জাজিরায় ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার পালেরচর ইউনিয়ন পরিষদে এই কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার কাজী শফিকুল ইসলাম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর ডাচ্-বাংলা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার শেখ লিমন আলী, ফরিদপুর মোবাইল ব্যাংকিং এর রিজিওনাল ম্যানেজার শাহ আবু ইমরোজ শোয়েব, জাজিরা উপজেলা টেরিটরি জেএসএম মোঃ জামাল হোসেনসহ পালেরচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি প্রমুখ।
কর্মশালায় ব্যাংকিং কার্যক্রম, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, সঞ্চয়ের গুরুত্ব এবং আর্থিক ব্যবস্থাপনার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য আর্থিক সাক্ষরতা জরুরি। সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পালেরচর বাজারের ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট বিসমিল্লাহ স্টোরের সত্যাধিকারী সিরাজ শেখ,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, উপজেলার বিভিন্ন এজেন্ট ব্যাংক পরিচালক, জনপ্রতিনিধি, গ্রাহক, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।