বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

জাজিরায় ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

আব্দুর রহিম
সেপ্টেম্বর ১০, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের জাজিরায় ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার পালেরচর ইউনিয়ন পরিষদে এই কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংকের সিনিয়র রিজিওনাল  ম্যানেজার কাজী শফিকুল ইসলাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর ডাচ্-বাংলা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার শেখ লিমন আলী,  ফরিদপুর মোবাইল ব্যাংকিং এর রিজিওনাল ম্যানেজার শাহ আবু ইমরোজ শোয়েব, জাজিরা উপজেলা টেরিটরি জেএসএম মোঃ জামাল হোসেনসহ পালেরচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি প্রমুখ।

কর্মশালায় ব্যাংকিং কার্যক্রম, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, সঞ্চয়ের গুরুত্ব এবং আর্থিক ব্যবস্থাপনার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য আর্থিক সাক্ষরতা জরুরি। সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে পালেরচর বাজারের ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট বিসমিল্লাহ স্টোরের সত্যাধিকারী সিরাজ শেখ,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, উপজেলার বিভিন্ন এজেন্ট ব্যাংক পরিচালক, জনপ্রতিনিধি, গ্রাহক, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2025 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্