বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

জাজিরায় চোখ উপড়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী সুমন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের জাজিরায় রমজান মোল্লা নামের এক অটোভ্যান চালকে চোখ উপড়ে ফেলে আগুনে পোড়ানো ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী সুমন শিকদার ওরফে মাদক সম্রাট সুমনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ২টা ৪৫ মিনিটে মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুক্তারপুর বল্লালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গত ৬ সেপ্টেম্বর সকালে আসামী সুমন শিকদার রমজান মোল্লাকে ফোন করে বাড়িতে ডেকে নেয়। পরে পরিকল্পিতভাবে সহযোগীদের সঙ্গে নিয়ে মহর আলী শিকদার কান্দি এলাকার একটি বাঁশবাগানে তাকে আটকে নির্মমভাবে নির্যাতন চালানো হয়।

এ সময় রমজানের দুটি চোখ ক্রু-ড্রাইভার দিয়ে উপড়ে ফেলা হয়, শরীর আগুনে পোড়ানো হয় এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় রমজানের স্ত্রী ইসমোতারা বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে র‍্যাব-৮ এর অধিনায়ক দিকনির্দেশনায় সিপিসি-৩ মাদারীপুর একটি বিশেষ টিম মাঠে নামে। বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮ (মাদারীপুর) ও র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ দল অভিযান চালায়। অবশেষে ১৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জ সদর থানার মুক্তারপুর বল্লালবাড়ি এলাকা থেকে সুমন শিকদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে দায়েরকৃত মামলার প্রধান আসামী সুমন শিকদারকে আমরা মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছি। ঘটনাটি অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী। এর সঙ্গে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।”এ বিষয়ে র‍্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে দায়েরকৃত মামলার প্রধান আসামী সুমন শিকদারকে আমরা মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছি। ঘটনাটি অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী। এর সঙ্গে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।”এ বিষয়ে র‍্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে দায়েরকৃত মামলার প্রধান আসামী সুমন শিকদারকে আমরা মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছি। ঘটনাটি অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী। এর সঙ্গে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।”

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2025 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্