বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

আর দাঁড়াতে হবে না টোল প্লাজায়, চালু হলো আধুনিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ETCS)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে এ পদ্ধতির লাইভ পাইলটিং কার্যক্রম শুরু হয়। এর ফলে সেতুর দুই প্রান্তে নির্ধারিত চারটি ইটিসি লেন ব্যবহার করে মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলন্ত অবস্থাতেই টোল পরিশোধ করতে পারবে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ প্রযুক্তি চালুর ফলে টোল আদায়ে সময় বাঁচবে এবং টোল প্লাজার সামনে যানবাহনের চাপের কারণে দীর্ঘ লাইন বা যানজটের প্রবণতাও কমে আসবে।

ইটিসি সিস্টেম ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংকের TAP অ্যাপের “D-Toll” অপশনে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও প্রিপেইড রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত আরএফআইডি (Radio Frequency Identification) বুথে গাড়ির ট্যাগ যাচাই ও রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে চালকরা ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন অতিক্রম করতে পারবেন।

গাড়ি টোল প্লাজার কাছে পৌঁছামাত্র আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট গাড়ির অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেওয়া হবে। ফলে আর আলাদাভাবে টোল বুথে দাঁড়ানোর প্রয়োজন হবে না।

সোমবার বিকেল সোয়া ৫টার দিকে জনসাধারণের একটি গাড়ি চলন্ত অবস্থায় সফলভাবে টোল পরিশোধ করে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, লাইভ পাইলটিং চলাকালে কিছু ক্ষেত্রে সফলতা মিললেও কয়েকটি ক্ষুদ্র ত্রুটি দেখা দিয়েছে, যা সমাধান করা হবে।

ম্যানলেস, ক্যাশলেস ও নন স্টপ গাড়ির এই টোল পদ্ধতিতে খুশি এই সুবিধা নেয়া গাড়ির আরোহীরা।

এবিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, পদ্মা সেতুতে নন-স্টপ ইটিসি টোল কালেকশন সিস্টেম আজ দুপুর ২টা থেকে লাইভ পাইলটিং শুরু হয়েছে। এরইমধ্যে কিছু ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি, যদিও কিছু ক্ষুদ্র ত্রুটি দেখা দিচ্ছে। এই পরীক্ষামূলক কার্যক্রম চলতে থাকবে। আশা করছি আগামী ১০-১৫ দিনের মধ্যে এটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। এরপর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উদ্বোধন করা হবে। সম্ভবত ১ অক্টোবর অথবা নির্ধারিত অন্য কোনো তারিখ থেকে এটি পূর্ণাঙ্গভাবে লাইভ চালু হবে।

২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৮ হাজার যানবাহন চলাচল করছে। সেতুর দুই প্রান্তে মোট ১৫টি টোল লেন রয়েছে। এর মধ্যে দুটি প্রান্তে দুটি করে মোট চারটি লেনকে ইটিসি সিস্টেমের আওতায় আনা হয়েছে। বাকি ১১টি লেনে আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় কার্যক্রম চলবে।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2025 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্