শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ও গাছের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বিলাসপুরের মোল্লাবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক জিসান (১৭) উপজেলার বিলাসপুরের মেহের আলী মাদবর কান্দির রাজ্জাক মাদবরের ছেলে। একই মোটরসাইকেলে থাকা আহত যুবক সিমুল (১৫) আমজাদ শিকদার ছেলে।
পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানে ধাক্কা দেয়, পরে সড়কের পাশের গাছে গিয়ে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”