শরীয়তপুরের জাজিরায় কওমী শিক্ষার প্রসার ও মানোন্নয়নে ব্যতিক্রমধর্মী এক আয়োজন সম্পন্ন হয়েছে। জাজিরা কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ডের উদ্যোগে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় সেনেরচরের আফাজউদ্দিন মুন্সী কান্দিস্থ ফরাজী দারুস সুন্নাহ কওমী মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ১০ম বার্ষিক কওমী শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন, মুহতামীম জামিয়া ইসলামিয়া দারুল উলুম মিরপুর, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী।
এ সময় আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ বশির আহমদ, হযরত মাওলানা মুহাম্মাদ জালালুদ্দিন আহমদ, হযরত মাওলানা আবু বকর, হযরত মাওলানা শফিউল্লাহ খান, হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান জিয়া, হযরত মাওলানা সাব্বির আহমদ ওসমানী, হযরত মাওলানা আকরাম হোসাইন, হযরত মাওলানা হাবিবুর রহমান, হযরত মাওলানা জিয়াউল হক কাসেমী, হযরত মাওলানা আতাউর রহমান, আলহাজ্ব হাফেজ মুহাম্মদ ফজলুল হক, হযরত মাওলানা মুফতি তোফায়েল আহমদ কাসেমী, আঞ্চলিক শিক্ষা বোর্ডের অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আলীম হাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, আঞ্চলিক শিক্ষা বোর্ডের সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, মানিকনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা সিফাত মাহমুদ এবং ফরাজী দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা নাফিসুর রহমান নেকির, সভাপতি জাজিরা কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ড ও সভাপতি, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখা।
এ উপলক্ষে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাওলানা আশেকে এলাহী ও মাওলানা দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এ আয়োজনে স্থানীয় মুসলিম জনতা, ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
