শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে ঢাকায় প্রধান উপদেষ্টা ও সরকারের ৮ জন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন “জাগো শরীয়তপুর”।
বুধবার (২৪ সেপ্টেম্বর ) সকালে সংগঠনের এক প্রতিনিধি দল ঢাকায় গিয়ে এ স্মারকলিপি প্রদান করে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শরীয়তপুর দীর্ঘদিন ধরেই ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত এবং এখানকার মানুষের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক যোগাযোগ মূলত রাজধানী ঢাকার সঙ্গেই। তাই শরীয়তপুরকে জোরপূর্বক ফরিদপুর বিভাগে যুক্ত করার যেকোনো পদক্ষেপ স্থানীয় জনগণের স্বার্থবিরোধী।
“জাগো শরীয়তপুর”-এর প্রতিনিধিরা বলেন, আমরা ঢাকায় আছি, ঢাকাতেই থাকবো। জনগণের ইচ্ছা অগ্রাহ্য করা হলে শরীয়তপুরবাসীকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।
তারা আরও হুঁশিয়ারি দেন, “যদি আমাদের এই ন্যায্য দাবি মানা না হয়, তাহলে বৃহত্তর দক্ষিণবঙ্গ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন, বিক্ষোভ, কর্মবিরতি—সব ধরনের গণতান্ত্রিক কর্মসূচি পালিত হবে।”
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতারা শরীয়তপুরের ভৌগোলিক বাস্তবতা, প্রশাসনিক সুবিধা ও জনমতের বিষয়গুলো উপদেষ্টাদের সামনে তুলে ধরেন। তারা স্পষ্ট করেন, শরীয়তপুরবাসীর ঐতিহাসিক অধিকার ও স্বার্থ রক্ষায় আন্দোলন থেকে একচুলও সরে আসা হবে না।
চলমান বিভাগ পুনর্গঠন ইস্যুতে শরীয়তপুরের সাধারণ মানুষও সোচ্চার হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন, ফরিদপুর বিভাগের সঙ্গে তাদের কোনো প্রাতিষ্ঠানিক বা বাস্তবিক সংযোগ নেই, বরং রাজধানী ঢাকাই তাদের জীবন ও জীবিকার মূল ভরসা।
