শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা দক্ষিন থানাধীন নাওডোবা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল কাশেম বেপারীকে গ্রেপ্তার করেছে পদ্মা দক্ষিন থানা পুলিশ।
গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পদ্মা দক্ষিন থানার ওসি গোলাম রসুল।
পদ্মা দক্ষিন থানা সূত্রে জানাযায়, কাশেম বেপারী নাওডোবায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার আসামী, তিনি নাওডোবা বাজারে আওয়ামিলীগ সমর্থিত লোকজন নিয়ে গোপন বৈঠক করছিলেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে, সেখানে পুলিশ অভিযানে গেলে অন্যেরা পালিয়ে গেলেও আওয়ামীলীগ নেতা আবুল কাশেম বেপারী পালাতে পারেনি, তখন পদ্ম দক্ষিন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আবুল কাশেম বেপারী আওয়ামীলীগের রাজনীতি করলেও এলাকায় কারো ক্ষতি করেননি। তিনি ভালো মানুষ ছিলেন এবং মূলত তিনি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
এ বিষয়ে পদ্মা দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম রসুল জানান, বুধবার রাতে আওয়ামীলীগ নেতা আবুল কাশেম বেপারীকে গোপন সংবাদের ভিত্তিতে নাওডোবা বাজার থেকে অভিযান চালিয়ে আটক করা হয়, কাশেম বেপারীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে
