ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত “মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫”-এর অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়।
সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মাঝিরঘাট ও আশপাশের নদীপথে তিনি প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় নদীতে চলমান অবৈধ কার্যক্রম, নিষিদ্ধ সময়ে মাছ ধরা ও বিক্রির বিষয়ে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।
অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়ভাবে চলমান কার্যক্রম ঘুরে দেখেন ইউএনও এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ইউএনও কাবেরী রায় বলেন,
“মা ইলিশ ধরা, বিক্রি বা পরিবহনে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রতিদিন মাঠে আছি, কেউই আইনের চোখ ফাঁকি দিতে পারবে না। সরকার যে সময় নির্ধারণ করেছে, সেই সময় পর্যন্ত নদী সম্পূর্ণভাবে নিষিদ্ধ এলাকা থাকবে।”
তিনি আরও বলেন,
“মা ইলিশ রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়—এটি দেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই সবাইকে অনুরোধ করছি, এই সময়ে ইলিশ না ধরে আমাদের অভিযানে সহযোগিতা করুন।”
জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের সমন্বয়ে জাজিরা উপজেলায় চলমান এ অভিযান অব্যাহত থাকবে পুরো নিষেধাজ্ঞা মেয়াদজুড়ে।
