শরীয়তপুর-১ (জাজিরা–পালং) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বুধবার(১৫ অক্টোবর) বিকেলে জাজিরা উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে স্থানীয় চাঁদের বাড়ি রেস্টুরেন্টের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ওই সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “নির্বাচনে সাংবাদিকরা জনগণের চোখ ও কান। আপনারাই পারেন সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে। তাই গণমাধ্যমের ভূমিকা যেন সত্য, ন্যায় ও জনকল্যাণে হয়—সেই প্রত্যাশা রাখি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস ক্ষমতায় গেলে শরীয়তপুর-১ আসনসহ সারাদেশে উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে। বর্তমানে শরীয়তপুরে কোনো মানসম্মত হাসপাতাল, বিনোদন পার্ক বা পর্যটন কেন্দ্র নেই। রাস্তাঘাটের অবস্থা নাজুক, জনগণ চরম দুর্ভোগে রয়েছে। আমরা ক্ষমতায় গেলে এসব খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”
জালালুদ্দীন আহমদ বলেন, “শরীয়তপুরের যুব সমাজ মাদকাশক্তির অভিশাপে জর্জরিত। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, মাদক ব্যবসা ও সেবন উভয়ের বিরুদ্ধেই কঠোর অবস্থান নেব। শরীয়তপুরকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জেলার রূপ দিতে চাই।”।
মতবিনিময় সভায় জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম সহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান ও সাধারণ সম্পাদক শাওন বেপারীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা এবং জাজিরা রিপোর্টার্স ইউনিটি সংগঠনের সদস্যসহ জাজিরায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শেষে মাওলানা জালালুদ্দীন আহমদ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন, “আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের সেবা। শরীয়তপুরবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য আমরা রাজনীতিতে এসেছি।”
