শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীরহাটে রাতের আধাঁরে জোরপূর্বক এক ব্যবসায়ীর দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবরের বিরুদ্ধে।
গত মঙ্গলবার(০২ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার সময় কাজীরহাটে এ ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্ত সুরুজ মাদবর জাজিরা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বে রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাজাহান মাদবরের ভাই সোবাহান মাদবর বাদী হয়ে জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত পহেলা ডিসেম্বর রাতে তালাবদ্ধ থাকা শাজাহান মাদবরের দোকানের তালা ভেঙে সেখানে থাকা টিন, ঢালা, ফমসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বিএনপি নেতা সুরুজ মাদবর ও তার লোকজন। যার মূল্য অন্তত ৫০ লক্ষ টাকা।
এরপর মঙ্গলবার দিবাগত রাতে বিএনপি নেতা সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবর আরও লোকজনসহ বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয় দেখিয়ে শাজাহান মাদবরের ফার্নিচারের দোকানে নিজেদের মালামাল ঢুকিয়ে ও ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড পরিবর্তন করে ওই দোকান ঘরে তালাবদ্ধ করে দেয় এবং এসব বিষয় নিয়ে আইনের আশ্রয় নিলে হত্যার হুমকি দেয়া হয়।
এদিকে রাতের আধাঁরে দোকানঘর দখল করার ৩ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিএনপি নেতা সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবর লোকজন দিয়ে দোকানের মধ্যে মালামাল ঢুকাচ্ছেন এসময় দোকান মালিকের ভাতিজা সানি এসে কারন জানতে চাইলে, তারা কোন সদুত্তর দেয়নি। এসময় স্বাধীন মাদবরকে বলতে শোনা যায়, ‘‘ এটা নিরসন করার লেইগা তোর লগে আমি বমু নাকি বমুনা, এইডা তুই এই ভিডিও চালু করার লেইগা আমি তোর লগে বমুনা।’’
ভুক্তভোগী ব্যবসায়ী সোবাহান মাদবর বলেন, ‘‘আমি নিরীহ মানুষ। কাজীরহাটে আমার ছোট ভাইয়ের দোকানে ব্যবসা পরিচালনা করি। সুরুজ মাদবর ৫ আগস্টের পর থেকে আমার কাছে একাধিকবার চাঁদা দাবী করেছে। আমি অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করেছে। এখন আমার ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল রাতের অন্ধকারে লুট করে নিয়ে আমার দোকানঘর দখল করেছে। এটা নিয়ে বাড়াবাড়ি করলে আমাকে ও আমার ছেলেকে হত্যার হুমকি দিয়েছে। আমি থানায় অভিযোগ করেছি। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোন আইনী পদক্ষেপ নেয়নি।’’
কাজীরহাটের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দখল হওয়া দোকানঘরটি চুন্নু কাজীর ছিল। চুন্নু কাজীর থেকে সোবাহান মাদবরের ভাই শাজাহান মাদবর ক্রয় করেছেন। এরপর থেকে ওই দোকানঘরে সোবাহান মাদবর ব্যবসায় পরিচালনা করেছেন দেখেছি। বিষয়টির সঠিক তদন্ত হলে সমস্যা সমাধান হওয়া সম্ভব।’
জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা সুরুজ মাদবর বলেন, ‘‘ওই দোকানঘরের জমি আমার কেনা সম্পত্তি। গত ১৭ বছর জবরদখল তারা ভোগ করেছে। এখন আমার সম্পত্তি আমি দখল করেছি।’’ রাতে আধাঁরে কেন দখল করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘রাতের আধাঁরে না। রাত ৮টায় আমি আমার দোকানে মালামাল উঠিয়েছি।’ ওই দোকানে থাকা সোবাহান মাদবরের মালামাল লুট করার বিষয়ে জানতে চাইলে সুরুজ মাদবর বলেন, ওই অভিযোগ সত্যি নয়।
এবিষয়ে জাজিরা থানার পরিদর্শক(তদন্ত) আব্দুস সালাম বলেন, ‘‘ঘটনার রাতে আমরা ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছি। ব্যবসায়ী সোবাহান মাদবরের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
