শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট এলাকায় এক বড়ই বাগানে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে।
বুধবার(১৭ সেপ্টেম্বর) চেরাগ আলী বেপারী কান্দির বাসিন্দা ও ইউপি সদস্য নাসির বেপারী এ অভিযোগ তোলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির বেপারী প্রায় দেড় বিঘা জমিতে দুই শতাধিক বড়ই গাছ লাগিয়েছিলেন। বাগানের গাছগুলো ফুলে-ফলে ভরে উঠছিলো, বড়ই বড় হবে এলাকাবাসী খাবে সেই আশা নিয়ে দিন গুনছিলেন তিনি। কিন্তু ঠিক এমন সময়ে কে বা কারা রাতের আঁধারে বাগানে বিষ প্রয়োগ করে। এতে অনেক গাছ ঢলে পড়ে এবং বেশ কয়েকটি গাছ মারা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়ই বাগানে বেশকিছু গাছ ঢলে পড়েছে ও গাছের পাতায় কিটনাশক জাতীয় কিছু আবরণযুক্ত রয়েছে।
এলাকার বাসিন্দারা জানান, এ ঘটনায় নাসির বেপারীর স্বপ্ন এক মুহূর্তে ভেঙে যায়। ফসল নষ্ট করে দেওয়ার এমন ঘৃণ্য কর্মকাণ্ডে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বাগান মালিক নাসির বেপারী বলেন, “আমি এই বাগান অনেক স্বপ্ন নিয়ে তৈরী করেছি। এভাবে ফসল নষ্ট করে দিলো। এটা আমার জন্য অসহনীয়। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।
স্থানীয় মনির বেপারী বলেন, নাসির মেম্বারের বড়ই বাগানে বিষ প্রয়োগ একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।
স্থানীয় আরেকজন বলেন, মানুষে মানুষে শত্রুতা থাকতেই পারে। কিন্তু এরকম অমানবিকভাবে গাছের ক্ষতি করা মোটেই গ্রহণযোগ্য নয়। যারা এর সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক।
বাগান পরিদর্শনে এসে বিলাসপুর ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে আমি গাছগুলো পরীক্ষা করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এখানে ঘাস মারার ঔষধ প্রয়োগ করা হয়েছে। আমি বাগান মালিকদের গাছগুলোতে বেশি পানি দিতে পরামর্শ দিয়েছি যাতে ঔষধের প্রভাব ধুয়ে যায়।