শরীয়তপুরের জাজিরায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্যোগে ইভটিজিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ, দালালচক্র, ফেসবুকের অপব্যবহার ও মাদকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম।
সভায় প্রধান আলোচক হিসেবে ওসি মাইনুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ। তারা যদি অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে পুরো সমাজই ঝুঁকির মুখে পড়ে।” তিনি ইভটিজিং, কিশোর গ্যাং, মা*দক ও সামাজিক যোগাযোগের মাধ্যমের অপব্যবহার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষক এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় ওসি মাইনুল ইসলাম একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, ‘‘আপনার এলাকায় যদি কেউ মাদকের কারবারে জড়িত থাকে, কিংবা কোনো মেয়ে ইভটিজিংয়ের শিকার হয়, তাহলে ভয় পাবেন না। সরাসরি আমাকে ফোন দিন। তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। প্রকাশ করা হবে না। আমি নিজে দ্রুত ব্যবস্থা নেব।’’
তিনি আরও আশ্বাস দেন, জাজিরায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান, সাধারণ সম্পাদক শাওন মিয়া সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
