সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

ঢাকা বিভাগ ছাড়বে না শরীয়তপুরবাসী, পদ্মা সেতু ব্লকেডের হুঁশিয়ারি

শরীয়তপুর টাইমস্ ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত না করে ঢাকা বিভাগে রাখার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(০৫ অক্টোবর) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে এ গণ সমাবেশের আয়োজন করে ‘জাগো শরীয়তপুর’ নামের একটি সংগঠন।

সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ(এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। এসময় বক্তারা প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত না করার দাবি জানান এবং আগামী এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে পদ্মা সেতু ও চাঁদপুর-শরীয়তপুর নৌপথ ‘ব্লকেডের’ হুঁশিয়ারি দেওয়া হয়।

সম্প্রতি সরকারের বিভিন্ন মহলে কুমিল্লা ও ফরিদপুর নামে নতুন দুটি বিভাগ করা নিয়ে আলোচনা শুরু হয়। শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে, এমন খবরে আন্দোলনে নামে শরীয়তপুরের কয়েকটি সংগঠন। এর আগে ২০১৫ সালে ফরিদপুর বিভাগ করার উদ্যোগ নিলে তখনো শরীয়তপুরকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মাঠে নেমেছিল জাগো শরীয়তপুর।

সমাবেশে বক্তারা বলেন, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম এবং ফরিদপুরের দূরত্ব বেশি। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, দাপ্তরিক কাজসহ সব কার্যক্রম ঢাকার সঙ্গে। শরীয়তপুরের সঙ্গে ঢাকার বন্ধন অটুট রাখতে চান জেলার বাসিন্দারা। তারা ফরিদপুর বিভাগে যুক্ত হতে চান না। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত না করার দাবি তাদের। দাবি না মানলে এক সপ্তাহ পর পদ্মা সেতু ও চাঁদপুর-শরীয়তপুর নৌপথ ব্লক করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।

রোববার পৌর মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জাগো শরীয়তপুর সংগঠনের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু। সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন, জেলা জামায়াতের আমির আবদুর রব হাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি এস এম আহসান হাবীব, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শাহজালাল, খেলাফত মজলিসের জেলা সভাপতি সাব্বির আহমেদ উসমানী, জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসেন হাওলাদার, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাউসার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2025 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্