সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

জাজিরায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের জাজিরায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে “বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার যমুনা ব্যাংক কাজিরহাট শাখার আয়োজনে বড় কৃষ্ণনগর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে বড় কৃষ্ণনগর সরকারি কলেজ, ডুবিসায়বর জামি’আ আজিজিয়া মাদরাসা ও এতিমখানা,মানিকনগর আলহাজ্ব মোহর আলী হাফিজিয়া কওমী মাদরাসা প্রাঙ্গণেও বৃক্ষরোপণ করা হয়। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে  উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক কাজিরহাট শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলাম, বড় কৃষ্ণনগর সরকারি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, বড় কৃষ্ণনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. মান্নান, শাখার কর্মকর্তা নাজমুল হাসানসহ ব্যাংক কর্মকর্তা, বিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে যমুনা ব্যাংক কাজিরহাট শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, “যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শুধু বৃক্ষরোপণ নয়, বাংলাদেশে সবচেয়ে বেশি সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রম পরিচালনা করছে যমুনা ব্যাংক। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এমডি স্যারের দিকনির্দেশনা ও আর্থিক সহায়তায় সারাদেশে নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এবারের কর্মসূচির অংশ হিসেবে কাজিরহাট শাখা এলাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করছি।”

বড় কৃষ্ণনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এ. মান্নান বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলে। আমরা গাছগুলোর পরিচর্যা করব এবং শিক্ষার্থীদের মধ্যেও যত্ন নেওয়ার অভ্যাস তৈরি করতে চাই।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বলেন,

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতেও যেন তারা এই সহায়তা অব্যাহত রাখে, সেই প্রত্যাশা করছি।”

বড় কৃষ্ণনগর সরকারি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, গাছই আমাদের ভবিষ্যতের ভরসা। ব্যাংকের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনেও দায়িত্ববোধ সৃষ্টি করবে। আমরা কলেজ প্রাঙ্গণে রোপিত গাছগুলোর যথাযথ যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যমুনা ব্যাংক ফাউন্ডেশন প্রতি বছরই বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2025 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্