সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

ভেদরগঞ্জে অসচ্ছল-মেধাবীদের জন্য ‘শিক্ষা সারথি’ তহবিল গঠন নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, ভেদরগঞ্জ
নভেম্বর ১১, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রথমবারের মতো অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে গঠিত হচ্ছে ‘শিক্ষা সারথি’ তহবিল। এ উদ্যোগকে কার্যকর ও শক্তিশালী করতে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুবহান মুন্সি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  এস এম গিয়াস উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা প্রিয়াংকা বিশ্বাস, কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) তানবিন হাসান শুভ, প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা: ইমরান হোসেন সহ উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক জনপ্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় সমাজসেবী ও সংগঠনের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান বলেন,“এই তহবিলের মূল লক্ষ্য হলো অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন তার লেখাপড়া থেকে পিছিয়ে না পড়ে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যদি আন্তরিকভাবে এগিয়ে আসেন তাহলে আমরা অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ আলোকিত করতে পারবো। শিক্ষা শুধু ব্যক্তিকে নয়,একটি পরিবার,সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যায়। তাই ‘শিক্ষা সারথি’ তহবিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার পথ আরও মজবুত করবে। এই তহবিলের মাধ্যমে স্কুল-কলেজ পর্যায়ের দরিদ্র, অসচ্ছল, অনাথ ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ সরবরাহ ও পরামর্শ সেবা দেওয়া হবে।

এসময় তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু পাঠ্যপুস্তক বা ক্লাস কার্যক্রমে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীর জীবনমান মানসিক বিকাশ এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করাও প্রয়োজন। তাই তহবিলকে স্বচ্ছ ও সুশাসিতভাবে পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2025 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্