সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

জাজিরায় পলাতক প্রধান শিক্ষক, কিন্তু নিয়মিত স্বাক্ষর হচ্ছে হাজিরা খাতায়

শরীয়তপুর টাইমস্ ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিয়ারচর ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম. সালাউদ্দিনের বিরুদ্ধে গতবছরের ৫ আগস্ট থেকে বিদ্যালয়ে উপস্থিত না হয়েও অন্য কারো মাধ্যমে হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর দেয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়টি পরিচালনাও করা হচ্ছে নিয়মকানুনের তোয়াক্কা না করে বলে অভিযোগ করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

সরেজমিনে বিদ্যালয়ে একাধিক দিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের সংখ্যানুযায়ী ৫০% শিক্ষার্থীর উপস্থিতি নেই। গতবছরের জুলাই মাস থেকে হাজিরা খাতা পর্যবেক্ষণ করে দেখা যায় গত আগস্ট মাস পর্যন্ত সরকারি ছুটি ও বিদ্যালয়ের অফিসের কাজ ব্যতীত একদিনও অনুপস্থিতি নেই। তবে গত ৩১ আগস্ট থেকে বিদ্যালয়ের সভাপতির অনুমোদনক্রমে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ব্যক্তিগত কারন উল্লেখ্য করে ৩ মাসের ছুটি নিয়েছেন।

তবে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে কথা বললে তারা জানায়, গতবছর ৫ আগস্টের পরে তাকে বিদ্যালয়ের আশেপাশে ৪-৫ দিন দেখা গিয়েছে। কিন্তু বিদ্যালয়ের কোন কার্যক্রমে তাকে দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, জি.এম. সালাউদ্দিন শরীয়তপুর জেলা মৎসজীবী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়াও জাজিরার বিলাসপুরে বিভিন্ন সময়ের সংঘর্ষের ঘটনা তার নেতৃত্বে সংঘটিত হয়েছে। সে কারনে বিস্ফোরকসহ জাজিরা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অভিযোগ রয়েছে, কাজিয়ারচর ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়টি ওই প্রধান শিক্ষকের দাদার বাবার নামে প্রতিষ্ঠিত বিধায় ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, বিদ্যালয় পরিচালনার জন্য সভাপতি নির্বাচনসহ সকল কার্যক্রমে একক আধিপত্য বজায় রেখেছেন তিনি। বর্তমানে ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন তারই আপন ছোটভাই গোলাম নাসিরউদ্দিন।

বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, ‘‘তারা জানুয়ারিতে ভর্তি হওয়ার পর প্রধান শিক্ষক সালাউদ্দিনকে ৩-৪ দিন দেখেছেন। তাও বিদ্যালয়ের কোন কার্যক্রমে নয়।’’

এছাড়াও ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানায়, ‘‘সালাউদ্দিন স্যার গতবছর ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন। তবে এরমধ্যে তাকে বিদ্যালয়ের আশেপাশে ৪-৫ দিন দেখা গিয়েছে।

প্রধান শিক্ষক সালাউদ্দিনের বিদ্যালয়ে অনুপস্থিত থাকা ও হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর প্রদানের বিষয়ে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কর্মরত অন্যান্য শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘স্কুলটি সঠিকভাবে পরিচালিত হচ্ছেনা। শিক্ষকরা ইচ্ছামতো আসেন, ইচ্ছামতো চলে যান। সন্তানদের পড়াশোনার কোনো পরিবেশ নেই। এছাড়াও প্রধান শিক্ষককে গত বছর আগস্টের পর থেকে দেখা যায়নি। এখন শোনা যাচ্ছে তিনি ছুটিতে আছেন। কিন্তু এই ছুটিই দিল কে, তাও কেউ জানে না।”

মো: সুরুজ নামে এক অভিভাবকের দাবী, ‘‘প্রধান শিক্ষক যদি তার ব্যক্তিগত কারনে বিদ্যালয়ে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক। এভাবে অনিয়ম করে সরকারি বেতন হাতিয়ে নেয়া আর ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করার তার কোন অধিকার নেই।’’

এবিষয়ে জানতে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি গোলাম নাসিরউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বলেন, ‘‘আমার জানামতে তিনি অনুপস্থিত নয়, ক্লাস করেন। এখন তিনি ছুটিতে আছেন।’’

অভিযুক্ত প্রধান শিক্ষক জি.এম. সালাউদ্দিন কর্মস্থল ও নিজ বাড়ীতে উপস্থিত না থাকায় তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। পরে তার হোয়াটসএ্যাপ মেসেঞ্জারে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।

জাজিরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজউদ্দৌলা বলেন, “প্রধান শিক্ষক সালাউদ্দিন সাহেবের বিদ্যালয়ে অনুপস্থিত থাকা ও হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়ে জানা নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এবিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(অ:দা) মো: নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

বিদ্যালয়ের এমন অচলাবস্থা ও অনিয়মের বিষয়ে স্থানীয় অভিভাবকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2025 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্