বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

শরীয়তপুর হাসপাতালের ঔষধ সরিয়ে নেয়ার সময় পরিচ্ছন্নতা কর্মীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর সদর
ডিসেম্বর ৯, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ভ্যানযোগে সরকারি ঔষধ সরানোর সময় হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীসহ দুই ব্যক্তিকে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতাল চত্ত্বর থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের পুলিশে হস্তান্তর করা হয়।

আটকৃতরা হলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী টুবেল হরিজন(৩৫) ও ডোমের সহযোগী ইবাদুল মিয়া।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী টুবেল হরিজন ও ডোমের সহযোগী ইবাদুল মিয়া একটি ভ্যানগাড়িতে করে হাসপাতালের বিভিন্ন পরিত্যক্ত সরঞ্জাম নিচ্ছিলেন। এসময় হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্য আব্দুর রাজ্জাক তাদের দুজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তাদের কথাবার্তায় সন্দেহ হলে ভ্যানগাড়ি তল্লাশি করে ১৮০ বক্স সলবিয়ন (Solbion) ভিটামিন ঔষধ উদ্ধার করেন। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে ঔষুধ বক্সসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এবিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) মিতু আক্তার বলেন, এটি আসলেই একটি ভয়ংকর ঘটনা। এটি তারা কতোদিন ধরে করে আসছেন সেটি দেখতে হবে। আমরা আগামীকাল একটি তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল হোতাদের খুঁজে বের করবো।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ্ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2026 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্