বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন; নড়িয়ার বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, নড়িয়া
ডিসেম্বর ১৪, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন। না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামায়াত-রাজাকারদের ভোট দিয়ে ঘরে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দিবো না। এভাবেই ভোটারদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে।
তার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মতিউর রহমান সাগর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত । বর্তমানে তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দা ঘাট এলাকায় বিএনপি কার্যালয়ে এমন বক্তব্য দেন তিনি। এর পরই বক্তব্যটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে রবিবার দুপুরে তিনি তার ফেসবুক আইডি থেকে বক্তব্যটি সরিয়ে নেন। পরে রবিবার বিকেল চারটার দিয়ে অপর একটি লাইভে তিনি দাবি করেন তার বক্তব্যটি একটি মহল কাটছাট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

বক্তব্যে তাকে আরও বলতে শোনা যায়, আওয়ামী লীগের যেসকল ভাইয়েরা আছেন, এলাকায় আছেন, দূরে আছেন বিগত দিনে আকাম-কুকাম করেছেন, বিভিন্ন অরাজকতা করেছেন আজকে থেকে মাফ করে দিবো। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আপনারা এলাকায় থাকবেন। চিন্তা করে দেখেন আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে। এলাকার স্বার্থে হলেও, উন্নয়নের স্বার্থে হলেও, সুবিধা অসুবিধার স্বার্থে হলেও আপনারা বিএনপির পাশে থাকবেন। যদি আপনাদের দল পুনর্বাসন হয়, আপনাদের দল যদি আবারো কখনো প্রতিষ্ঠিত হয়, আপনাদের দল যদিও আবারো কখনো এদেশের রাজনীতি করার সুযোগ পায়, যদি তখন আপনারা আমাদের ছেড়ে চলে যান তখন আমাদের আপত্তি থাকবে না। আমাদের চোখের সামনে দিয়ে ওই জামায়াত-রাজাকারদের ভোট দিয়ে ঘরে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দিবো না।

তার বক্তব্যের নিন্দা জানিয়ে শরীয়তপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল বলেন, আমি যেটা জানি ওনি (মতিউর রহমান সাগর) নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার কাছ থেকে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত। যদি এধরণের বক্তব্য এখন আর ভোটারদের উপর প্রভাব পড়েনা। তবুও এধরণের বক্তব্য একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে আসা সঠিক নয়। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

বিষয়টি নিয়ে জানতে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মুঠোফোনে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করে কেটে দেন। তবে তার ফেসবুকে রবিবার বিকেল চারটার দিকে অপর একটি লাইভে তিনি বলেন, তার বক্তব্যটি কাটছাঁট করে অপপ্রচার চালানো হচ্ছে। এসময় তিনি অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান।

এবিষয়ে কথা বলতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুর রহমান কিরণের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি কল রিসিভ করেননি।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2026 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্