বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

শরীয়তপুর তিন সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ১৩ জনের

শরীয়তপুর টাইমস্ ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে ১০জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী। যাচাই–বাছাইয়ে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলায় মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৯ জন।

শনিবার(৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুর-৩ আসনের যাচাই–বাছাই শেষে জেলার তিনটি আসনের বিষয়ে এসব তথ্য জানান শরীয়তপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম। এ সময় জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

শরীয়তপুর-১(পালং-জাজিরা) আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে প্রাপ্ত এক ভাগ ভোটার তালিকার মধ্যে কতিপয় তথ্য সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা, সৈয়দ নজরুল ইসলাম, ব্যাংক হিসাব পুরোনো ও দাখিল ব্যাংক স্লিপের সঙ্গে মিল না থাকায় বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর মোহাম্মদ মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এ আসনে বাকি ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ- মো. তোফায়েল আহমেদ, গণঅধিকার পরিষদের ফিরোজ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী- মো. মোশারফ হোসেন, নাগরিক পার্টির মো. আব্দুর রহমান।

শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে প্রাপ্ত এক ভাগ ভোটার তালিকার মধ্যে কতিপয় তথ্য সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান, মো. আলমগীর হোসেন, মো. নাসির, নতুন ব্যাংক হিসাবের প্রমাণ দাখিল না করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ- ইমরান হোসেন, ব্যাংক হিসাব পুরোনো হওয়ায় গণঅধিকার পরিষদের আখতারুজ্জামান সম্রাট, জনতার দলের পারভেজ মোশারফের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ আসনে বাকি চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান (কিরণ), বাংলাদেশ জামায়াতে ইসলামী- মাহমুদ হোসেন, জাতীয় পার্টির জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলন- মাহমুদুল হাসান।

শরীয়তপুর-৩(ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ব্যাংক হিসাব পুরোনো হওয়ায় জাতীয় পার্টির মো. আব্দুল হান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ আসনে বাকি তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম বলেন, শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৩ জন প্রার্থী। এর মধ্যে বাছাইয়ে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাছাই শেষে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2026 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্