বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় অপহরণ ও হত্যাকাণ্ডে দুই জনের ফাঁসির রায়

শরীয়তপুর টাইমস্ ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরে আলোচিত ছয় বছরের শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামির ফাঁসি এবং এক আসামিকে ২১ বছরের সাজা প্রদান করে রায় দিয়েছে আদালত। একই সাথে তিন জনকে ৫০,০০০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ৷

হত্যাকাণ্ডের দীর্ঘ আড়াই বছর পর মঙ্গলবার(১৩ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের শেখ মোহাম্মদ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

উল্লেখ্য; ২০২৩ সালে সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরিবার মুক্তিপণ না দিয়ে বিষয়টি পুলিশকে জানালে অপহৃত শিশুটিকে হত্যা করে মাটিতে চাপা দিয়ে রাখা হয়। পরদিন শিশুটির বাড়ির ৫০০ মিটার দূরে পরিত্যক্ত জমিতে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত শিশু হৃদয় খান নিবিড় উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকার মনির খান ও নিপা আক্তার দম্পতির ছেলে। নিবিড় স্থানীয় শিশুকানন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল৷ ঐদিন স্কুল থেকে ফিরে খেলার জন্য বাড়ি থেকে বের হয় নিবিড়। এরপর তাকে আর খুঁজে পায়নি পরিবার। সন্ধ্যার দিকে নিবিড়ের মা নিপা আক্তারের মোবাইলে কল করেন অপহরণকারীরা। এ সময় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে নিবিড়ের পরিবার থানা-পুলিশকে জানায়।

এর পরদিন সকাল ৬টার দিকে পরিত্যক্ত বাগানে মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শিশু নিবিড়ের পিতা মনির খান বলেন, আমার অবুঝ আদরের সন্তান হৃদয় খান নিবিড়কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই দুই আসামির মৃত্যুদণ্ড সন্তুষ্ট তবে একজনের ২১ বছরের সাজার রায়ের বিষয়ে আইনজীবীদের সাথে পরামর্শ করে পদক্ষেপ নিব। এখন আমার এবং পরিবারের একটাই দাবী আসামীদের দ্রুত ফাঁসি কার্যকর করা হউক৷

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2026 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্