লিগ্যাল এইড নিয়ে একটি সেমিনারে অংশ নিতে রোববার (২৬ নভেম্বর) ভারত সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এসময়ে প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে। ‘ফার্স্ট রিজিওনাল কনফারেন্স অন অ্যাকসেস টু লিগ্যাল এইড: স্ট্রেনদেনিং অ্যাকসেস টু জাস্টিস ইন দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করতে দুপুরে প্রধান বিচারপতি ভারতে যান। আগামী ১ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান বিচারপতির দেশে ফেরার কথা রয়েছে।
এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।