রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

ফরিদপুর বিভাগে যাবেনা শরীয়তপুরবাসী, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শরীয়তপুর টাইমস্ ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছে জেলার অরাজনৈতিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’। সোমবার(২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের দুবাই প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির এবং জেলা শিবিরের সভাপতি শাখাওয়াত কাওছার।

বক্তারা জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে নিকার বৈঠকে নতুন বিভাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এর আগে দাবি আদায়ে তারা ধারাবাহিক কর্মসূচি হিসেবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, কর্মবিরতি ও গণসমাবেশের ঘোষণা দেন।

তাঁদের অভিযোগ, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার দিক থেকে শরীয়তপুর ফরিদপুরের বিপরীতে অবস্থিত। ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ সবসময় ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চায়। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক কার্যক্রমে ভোগান্তির শিকার হতে হবে।

বক্তারা স্মরণ করিয়ে দেন, ২০১৫ সালে ফরিদপুর বিভাগ ঘোষণার উদ্যোগ নেওয়া হলে শরীয়তপুরে ব্যাপক আন্দোলন হয়। ২০২২ সালে ‘পদ্মা বিভাগ’ প্রস্তাব আসলেও তা অনুমোদন হয়নি। সর্বশেষ ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত হলে শরীয়তপুরে ফের আন্দোলন শুরু হয়।

তারা আরও জানান, ১২ সেপ্টেম্বর জেলার রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাদের এক সভায় আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত হয়। পরে ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বক্তারা হুঁশিয়ারি দেন, শরীয়তপুরবাসীর দাবি উপেক্ষা করে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2025 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্